• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আজ দেখা যাবে ‍‍‘যমজ ১৫‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২২, ১২:৫৫ পিএম
আজ দেখা যাবে ‍‍‘যমজ ১৫‍‍’

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনীত তুমুল জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম  ‘যমজ’। বেশ ꦐকয়েক বছর ধরে দুই ঈদে নাটকটি প্রচারিত হচ্ছে। এবার ১৪ পেরিয়ে ১৫ পর্বে পা দিয়েছে নাটকটি।

জানা গেছে, মঙ্গলবা﷽র (১২ জুলাই) বেসরকারি টেলিভিশন আরটিভিতে সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে ‘যমজ ১৫’। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম। আগের সিক্যুয়েলের মতো ‘যমজ ১৫’ নাটকটিও রচনা করেছেন অভিনেতা কচি খন🦂্দকার।

দর্শকদের আরও আনন্দ দিতে এবারের ন⛦াটকটিতে যুক্ত করা হয়েছে তুমুল জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ফারিয়া🍸 শাহরিন ও শরাফ আহমেদ জীবনকে।

‘যমজ’ সাধারণত বাবা এবং তার যমজ দুই ছেলের কাহিনি হলেও ১৪তম সিক্যুয়েলে নতুন করে আরও একজন মোশাররফ করিমকে নিয়ে আসা হয়। পরিচালক আজাদ কালাম জানান,  ১৫তম নাটকটিতে নতুন কোনো মোশাররফ করিমের যুক্ত হওয়ার 💮সম্ভাবনা নেই।  তবে এবারের গল্পে টুইস🍌্ট রয়েছে, যা দর্শকদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে দেবে।‍‍

দর্শকপ্রিয় এ নাটকটিতে যুক্ত হয়ে ফারিয়া শাহরিন বলেছেন, “সাদা মানুষ নাটকের পর অনেক দিন ধরে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার কথা থাকলেও দুজনের সময় মিলছিꦏল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে একসঙ্গে কাজ করꩵছি। দারুণ জনপ্রিয় নাটক এটি। এমন নাটকে অভিনয় করতে পেরে খুবই ভালো লাগছে।‍‍”

মো🌸শাররফ🍒 করিম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন ফরিয়া শাহরিন, ফারুক আহমেদ, রুমি, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

Link copied!